Saturday, April 29, 2023

পাশে আছি Initiative

 


তো বহুদিন আগে,মহামারির সময়ে আমি বই গুলো কিনেছিলাম পাশে আছি Initiative থেকে।এটা একটা Non-profit youth Organization. 

নীলক্ষেতের নাম শোনেনি এমন মানুষ বাংলাদেশে বোধহয় কমই আছে। কতবার আমরা বইয়ের টানে ছুটে গেছি নীলক্ষেত। কতবার চোখ উজ্জ্বল হয়ে উঠেছে সারি সারি বইয়ের সেই রাজ্য দেখে। কিন্তু মহামারির সময়ে নীলক্ষেতের সেই চিরচেনা চেহারা একদমই পাল্টে গিয়েছিলো। বই আছে, দোকান, রাস্তা সবই আছে নেই শুধু ক্রেতা। 

 "পাশে আছি Initiative" প্রজেক্ট গ্রন্থমঙ্গল নামে একটি কার্যক্রম শুরু করেছে তখন। তারা নীলক্ষেতসহ আশেপাশের আরো কিছু বই বিক্রেতার কাছ থেকে বই নিয়ে সেগুলো বিক্রি করে সুলভ মূল্যে। প্রায় সব বই পাবেন মাত্র ২০০ টাকায়। IELTS, SAT, ESOL এর বই সহ আরো কিছু গ্রামার বই পাবেন ১৫০ টাকায়। এবং কিছু গল্পসমগ্রর দাম ৩০০ টাকা পর্যন্ত উঠতে পারে। আমার জানা মতে ঢাকার ভেতরে কোনো ডেলিভারি চার্জ নেই। ঢাকার বাইরে ১৫০ টাকা (RedEx এর মাধ্যমে হোম ডেলিভারি)। সেইক্ষেত্রে বলে রাখি আপনাকে অন্তত দুটো বই কিনতে হবে। বেশিও কিনতে পারেন। আপনার দেওয়া টাকাটা পুরোটাই ব্যবহৃত হবে অসহায় মানুষের সাহায্যার্থে। আমরা যারা ঘরে বসে ইন্সটাগ্রাম বা ফেসবুক স্ক্রল করছি তারা নিঃসন্দেহে অনেক ভাগ্যবান। আমরা চাইলেই পারি দুস্থ মানুষদের একটুখানি সাহায্য করতে। আপনার দেওয়া টাকাতে কেউ দুবেলা পেট ভরে খেতে পারবে। এটা আমার মতে স্বর্গীয় এক অনুভূতি। "পাশে আছি Initiative" ফেসবুক পেজটিতে ঢুকলেই বুকলিস্ট, বইয়ের ছবি,দাম ইত্যাদি তথ্যাদি পেয়ে যাবেন। আপনাকে যা করতে হবে তা হলো একটা মেসেজ দিয়ে আপনার বইয়ের অর্ডারটা প্লেস করা। বই সোজা আপনার বাড়িতে। তাই আপনার যদি ইচ্ছা থাকে অবশ্যই এই কল্যাণকর কাজে শামিল হবেন।


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home